যৌবনে যার প্রেম হল না তার জীবন বৃথা।

প্রেম করতে চায় না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। প্রায় সবাই চায় প্রেম করতে। কিন্তু সবার প্রেম করা হয়ে উঠে না। সবার জীবনে ভালোবাসা হয়ে ওঠে না। সবাই যে ভালোবাসতে পারেনা। অথবা সবার জীবনে প্রিয় মানুষ আস্তে একটু একটু করে সময় নেই। এমনও হয় যে সারা জীবন আমার প্রিয় মানুষটা তাকে ধরা দেয় না। কিন্তু আমাদের বয়স যখন 18 পেরিয়ে যায় তখন যদি আমাদের ভালোবাসা প্রিয় মানুষের প্রয়োজন হয়। 18 বেরোলে না একটু উঠতি বয়স থেকে আমাদের প্রেম প্রেম ভাব জাগে। প্রেম করতে ইচ্ছে হয় তাও চরম ইচ্ছে। সুর বয়সে আমরা প্রেমে ঝুকে যায়। আর কিশোর বয়স থেকেই আমাদের প্রেম হয়ে উঠে। অথবা একটু পরে বাইরে কিছুদিন বাকি ছয় বছর পরে আমাদের কিশোর থেকে যখন আমরা যুবক হই তখন আমাদের প্রেম টা হয়ে যায়। কিন্তু কিছু কিছু অবলা মানুষ আছে যাদের প্রেমটা ছোট বয়স, কিশোর ,যুবক বয়সে হয় না । হয়তো সেই মানুষগুলো চায় না তাদের প্রেম হোক। হয়তো তাদের প্রেমের প্রতি আগ্রহ নেই। অথবা তারা কোন কারনে প্রেমকে ঘৃণা করে অথবা প্রেম করতে চায় না। অথবা এমন হতে পারে তারা কোন বিপরীত সংগীত প্রতি আসক্ত না অথবা তাদের কাছাকাছি আসে না অর্থাৎ বিপরীতে সঙ্গীর সাথে তাদের উঠা বসা হয়না কথা হয়না দেখা হয়না। হয়তো এমন হতে পারে যে তারা প্রেম করতে চাই কিন্তু বলতে পারেনা। অথবা তাদের প্রস্তাব কেউ মেনে নেয় না। বা তারা ভয়েই প্রেম করে না কি আর প্রেম করিব এই তাদের জীবনটা চলে যায়। তাদের জীবন আসলেই ব্যর্থ। প্রেম ছাড়া উঠতি বয়সি কি করে যে চলে। কিশোর বয়সেই প্রেম না হলেও চলে কিন্তু যখন যুবক হয় তখন তো প্রেম লাগে। যুবক বয়সে যা প্রেম হয় না সেতু অতিক্রম ডট ডট। তাইতো মনে হয়েছে যৌবনে যার প্রেম নেই তার জীবন ব্যর্থ। তাই বলে সবাই উল্টাপাল্টা প্রেম করতে যাবেন না। ভালোভাবে প্রেম করুন প্রিয় মানুষকে গুরুত্ব দিন ভালোভাবে আপনার দিন কাটুক। সবার প্রতি শুভ কামনা সবাই যেন প্রিয় মানুষটিকে নিয়ে সুখে থাকতে পারে এবং যাদের প্রেম হয়নি তারা যেন অতি শীঘ্রই প্রেম করতে পারেন তবে তার জন্য যেন তার সঠিক বয়স হয়।ধন্যবাদ সবাইকে
bd love story
Post a Comment