Motivation speach in bangla
চাইলেই সব পাওয়া যায় না, ভাগ্য ও যোগ্যতা লাগে
চাইলে সবকিছু পাওয়া যায় না। চাইলে সবকিছু হাতের কাছে ধরা দেয় না। তার জন্য তোমার যোগ্যতা লাগে, তোমার ভাগ্য, সাথে সাথে তোমার ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম। এর কোন একটা যদি মিস হয় তখন হয়তো তোমার স্বার্থ হাসিল হবে না। অবশ্যই তোমাকে কোন কিছু চাওয়ার আগে এগুলো ঠিক করে নিতে হবে। হয়তো চাওয়ার পূর্বশর্তগুলো। তাই না! Motivational speach in bangla
কিন্তু আমাদের মাঝেই পূর্বশর্তগুলো থাকে না। সবার কারো থাকে না ইচ্ছে শক্তি কারো থাকে না কঠোর পরিশ্রম খারাপ ভাগ্য। কিছু চাওয়ার আগে এগুলো ঠিক করে নিতে হবে। হয়তো চাওয়ার পূর্বশর্তগুলো তাই না। কিন্তু আমাদের মাঝেই পূর্বশর্তগুলো থাকেনা সবার। কারো থাকে না ইচ্ছে শক্তি কারো থাকে না কঠোর পরিশ্রম খারাপ ভাগ্য। Motivational speach
সেটা যেকোন ক্ষেত্রে হতে পারে সেটা হতে পারে প্রেম-ভালোবাসা পড়ালেখা চাকরি ব্যবসা-বাণিজ্য এভরিথিং।
তোমার বন্ধু সুন্দরী একটা মেয়ে নিয়ে প্রেম করছেন ঘুরে বেড়াচ্ছে তোমার চোখের সামনে দিয়ে। তোমার বন্ধুর প্রেম চলছে। আর তোমার একটাও প্রেম চলছে না। এটাও তোমার বন্ধুর একটা সফলতা আর তোমার বিফলতা। যদি তোমার বন্ধুর সফলতা আমাদের ডুবলিকেট, আছে দু নাম্বারে যত অনেক গুলো প্রেম করছে। Motivation in bangla
হয়তো তোমার চাওয়ার মধ্যে পাওয়ার ব্যাপার গুলো ঠিক ছিলো না তোমার পাওয়ার মতো। হয়তো তোমার ব্যবহারগুলো ঠিক ছিল না। এটাতো জাস্ট প্রেমের কথা বলছি। পড়ালেখা চাকরি এসব ক্ষেত্রে এই কারণগুলো বিশেষভাবে দাঁড়ায়। কারো পড়ার ইচ্ছে থাকে না কেউ খেলাধুলাতে ইচ্ছে গুলো দিয়ে দেয়। পরে আর মন বসেনা। যে কেউ ব্যবসা-বাণিজ্য বুদ্ধি দিতে পারেনা। কারো ভাগ্য থাকেনা। সো ইজি মনে করো না। কেউ কাউকে চায়, পায়না তো। ভালো ব্যবসা চায় পায়না, কেউ ভালো পড়ালেখা চায় তা পায় না, ভালো চাকরি চায় তা পায় না কেন!
হততো কোনো না কোনো ত্রুটি আছে কিনা দেখতো! এরকম হওয়ার কথা না। হয়তো তার কঠোর পরিশ্রম নেই, ইচ্ছে শক্তি নিয়ে ধৈর্য নেই, তার ভাগ্য নেই।
এখন থেকে কোন কিছু চাওয়ার আগে অবশ্যই বিষয়গুলো মাথায় অবশ্য রাখবে। এতে সফল হবে।
Post a Comment