Relationship 

মাঝে- মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়! bangla love story

মাঝে- মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়! Relationship  ভালবাসার গল্প কথা

বলা যায় পৃথিবীতে সবচেয়ে আপনজন হয়ে থাকে রক্তের মানুষগুলো অর্থাৎ যার সাথে তোমার রক্তের সম্পর্ক। সে হতে পারে তোমার ফ্যামিলি তোমার কাজিন, মা বাবা, ভাই বোন এরকম টাইপের হতে পারে। মাঝে মাঝে অনেকেই জীবনে এ রক্তের সম্পর্কের চেয়ে আত্মার সম্পর্ক টা বড় হয়ে থাকে। ভালবাসার গল্প কথা

 আত্মার সম্পর্ক অন্যরকম সেটা বন্ধুত্ব হতে পারে ভালোবাসা হতে পারে এ টাইপের কিছু হয়ে যেতে পারে। তবে বেশিরভাগ ভালোবাসার জন্য।  কিন্তু এটা হয়ে থাকে তুমি দেখে থাকবে। 

অনেকেই পালিয়ে বিয়ে করে সেখানে  ভালোবাসার সম্পর্ক আর তোমার পরিবার হলো রক্তের সম্পর্ক কিন্তু পরিবারকে ছেড়ে দিয়ে ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যায় চলে যায়। রক্ত সম্পর্কেকে অতিক্রম করে আত্নার সম্পর্ককে ধরেছে কিন্তু অনেক সময় অনেকের জীবনে তার সম্পর্ক রক্তের সম্পর্কের ছাড়িয়ে যায় আত্মার সম্পর্কে। ভালবাসার গল্প

  ধরতে পারে তোমায় বিপদে অনেক সময় রক্তের সম্পর্ক এগিয়ে আসে না, রক্তের সম্পর্ক তোমার খোজ খবর নেয় না। তোমার পাশে এসে দাঁড়ায় না। অনেক সময় দেখা যায় তোমার পরিবার তোমাকে ছেড়ে দিল তোমার পরিবার তোমাকে মেনে নিচ্ছেনা বাড়িতে জায়গা দিচ্ছেনা। যেকোনো কারণেই হোক না কেন ওই সময় কিন্তু দেখা গেলে অন্য মানুষ সেটা ভালোবাসার মানুষ হোক তোমার বন্ধু যে কেউ তোমার পাশে এসে দাঁড়ায়। তোমাকে হেল্প করে। তোমার সাহায্য করল। সেখানে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্কের ছাড়িয়ে যায়। রক্তের সম্পর্ক সম্পূর্ণ আলাদা হয়ে যায়। 

bangla love story

 প্রবাদে আপনের চেয়ে পর ভাল পরের চেয়ে জঙ্গল ভালো। এটা অনেক পুরনো একটা প্রবাদ হয়েছে কিন্তু অনেক সময় সত্যি হয়ে থাকে।
তোমার চেয়ে তোমার আপন যারা তাদের চেয়ে অনেক সময় পর আপন হয়ে যায়। তারা ভালো করে, সাহায্য করে। অনেক সময় আপন পর হয়ে যায় পর। আর পর তো পরই হয়ে যায়।  তখন তুমি একা।  একা একাই নিজের জন্য ভালো। নিজের চেয়ে নিজের আপন আর হয়তো কেউ হয়না।

 কেননা তোমার চেয়ে তোমার আপন আর কেউ হবে না। রক্তের সম্পর্কের সাথে সাথে আত্মার সম্পর্ককে একটু মনে করার চেষ্টা করো, কথা বল। love story

সেটা তোমার ভালবাসার মানুষ হলে তো আরো ভেতরে থাকো। যোগাযোগ কর।  অবশ্যই মনে করো তাকে। অবশ্যই তাকে গুরুত্ব দাও। তার সাথে সময় কাটাও।  কেননা ভালবাসার মানুষটিকে যদি তুমি এড়িয়ে যাও তাহলে তো সমস্যা হবে। তোমার ভালোবাসার মানুষকে তুমি গুরুত্ব দিয়ে তার সাথে কন্টিনিউ কথা বলো। আশা করি তোমাদের ভালো হবে। bd love story


ধন্যবাদ সবাইকে

Post a Comment

Previous Post Next Post