motivational speaker, self motivation | মোটিভেশনাল স্পিকার | মোটিভেশন
লেখক সোহেল মাহমুদ
তোমার মোটিভেশনাল স্পিকার তুমি নিজে অন্য কেউ তোমাকে তোমার চেয়ে বেশি মোটিভেশন দিতে পারবে না। তোমার বিষয়ে তোমার চেয়েও বেশি অন্য কেউ জানে না। তোমার দুর্বলতা তুমি জানো। তোমার দুর্বলতা জানেনা তোমার সবচেয়ে গোপন বিষয়গুলো তুমি যেন অন্য কেউ জানে না। তুমি কিভাবে করতে পারবে সেটা তোমার চেয়ে বেশি কেউ জানে না। ডিপ্রেশন
তুমি কোন বিষয়ে পারদর্শী, কোন বিষয়গুলো ভাল জানো, কিভাবে কাজ করতে পারো কিভাবে করলো তোমার জন্য ভালো হবে তুমি তাড়াতাড়ি ভাল হতে পারবে, তাড়াতাড়ি উন্নতি করতে পারবে সেটা তুমি একমাত্র ভালো জানো। তোমার চেয়ে অন্য দ্বিতীয় কেউ ভালো জানে না। তোমার বেস্ট মোটিভেশন তুমি।
তোমাকে অন্য কেউ মোটিভেশন দিতে পারেন বাট তুমি যদি নিজেকে নিজে মোটিভেশন তাহলে আমার বিশ্বাস তুমি হান্ডেট পার্সেন্ট হলে সেখানে তুমি যদি নিজেকে নিজে মোটিভেট করতে পারো তাহলে সেখানে সফলতা হান্ডেট পার্সেন্ট। এখন থেকে অন্য কারো পেছনে মোটিভেশন দিন মোটিভেশন না বলে নিজেকে নিজে মোটিভেশন দাও।
তোমার দুর্বলতা গুলো তুমি নিজে খুঁজে কোথায় সমস্যা সেগুলো তুমি খুঁজে বের কর। সেগুলো কিভাবে সলভ করতে হবে সেটা হল তোমার সমস্যা গুলো খুঁজে সে গুলোকে সমাধানের উপায় বের করো। তোমার ছোট ছোট সমস্যাগুলো বড় বড় সমস্যা গুলো তুমি নিজে খোঁজার পরে সেগুলো কে খুব সুন্দর করে যাচাই-বাছাই করে তুমি কিভাবে সমাধান করবে এবং সমাধানের উপায় তোমায় নিজেই বের করতে পারবে। কি পারবে না কেন তোমার বিষয়ে তোমার চেয়ে বেশি কেউ জানে না সেটা আমি আগেই বলেছি। best motivational speaker
মোটিভেশন আমরা অন্যের কাছ থেকে চাই বাট মোটিভেশন আমাদের কাছে থাকে শুধু আমরা দেখতে পায় না বা আমরা দেখেও না দেখার ভান করি। মোটিভেশন তুমি তোমার নিজেকে কর্ম নিজের কর্ম দিয়ে নিজের কর্মে নিজেকে মোটিভেট কর সফলতা অবশ্যই পাবে। কথায় আছে না self help is the best help ঠিক তেমনি self motivation is the best motivation.
নিজের কর্ম দিয়ে নিজের যোগ্যতা দিয়ে নিজেকে যাচাই বাছাই করুন। নিজেকে নিজে তৈরি করো দেখবে তখন তোমার পেছনে সবাই ঘুরবে তখন ওর কাছ থেকে মোটিভেশন নিতে হবে না বরণ অন্যরা তোমার কাছ থেকে মোটিভেশন নেবে আর তুমিও তখন হয়ে যাবে এক জন মোটিভেশনাল স্পিকার ( motivational speaker)।
Post a Comment