ডিভোর্সি বউ
লেখক সোহেল মাহমুদ
পর্ব ৯ bangla Romantic love story
যা হবার তা তো হয়ে গেছে এখন আর মন খারাপ করে কি হবে? এখন নিজেকে সবকিছুর সাথে মানিয়ে নে। সবার সাথে মানিয়ে নে। তাহলে তোর জন্য এবং সবার জন্য ভালো হবে। অন্যথা এটা নিয়ে ভাল লাগবে না। আরেকটা কাজ করতে পারিস তোর যদি এই বিয়েতে একান্তভাবে মত না থাকে তাহলে মানা করে দিতে পারিস। এখনো সময় আছে যদি তুই রাজি না থাকিস। তাহলে বল আমি কাকিমাকে বলবো। ডিভোর্সি বউ
কি করবি ভেবে দেখ। আর যদি না তুই সবার সম্মানের কথা ভেবে তোর বাবার ওয়াদার কথা ভেবে যদি বিয়ে করিস তাহলে করার মত কর। যাতে কোনো সমস্যা না হয়। এবং মনটা ভালো হবে মন খারাপ করে সারাক্ষণ পড়ে থাকলে হবে না। তাহলে সবারই মনে কষ্ট যাবে।
বিয়েতে আমার মত নেয় রে। এখন আমি বিয়েটা করতে চাই না কোনোভাবেই না। আমি এখন আমার পড়ালেখা নিয়ে যেতে চাই কিন্তু কি আর করব বাবা যে ওয়াদা দিয়ে ফেলেছে। সেটা তো ফেলতে পারবো না। সবার সম্মানের কথা ভেবে রাজি হয়ে গেলাম। মনটা খুব খারাপ হয়ে যায় না! এগুলা ভাবতে অন্য কিছু না। কি আর করার কয়দিন পরে কাবিন। কিছুতো আর করার নেই তা করার থাকবে না। ভাগ্যে যেটা আছে সেটাই আর কি।
ওহ! আর কথা না বাড়িয়ে চল সবাই মিলে আড্ডা দেই।
চল
কিরে নীলিমা আজকাল তো তুমি অচিন পাখি হয়ে গেলি।
না চিনা পাখিটা খাঁচায় বন্দী হয়ে তো তোদের কাছেই অচেনা লাগছে।
শুনলাম তুই নাকি রিলেশনে আছিস (কাজিনকে)
আমাকে তোমার কাছে এত বড় মিথ্যা কথা কে বলছে?
বড়রা রিলেশন করে না আর আমি ছোট হয়ে করব! রিলেশন টা কি বলল ছি ছি ছি!
আমি ছোট হতে পারি প্রেস্টিজ কিন্তু আমার আছে।
এখন বলবে না তো পরে যখন ধরা খাবি তখন নিজ থেকেই বলবে।
নারে আপু সত্যি আমি কারো সাথে রিলেশন করি না।
তাহলে কি আমি জোগার করে দেবো! কাউকে আমার কাছে একটা আছে নাদুসনুদুস অবলা।ডিভোর্সি বউ
চাইলে বল আমি আর সিমা মিলে ওর সাথে তোকে লাইন করিয়ে দিব। তো আমাদের পেট ভরে কি খাওয়াবি বল।
আমার এত শখ নাই গো আপু! প্রেম করবো আবার তোমাদেরকে ও খাওয়াবো। ভালবাসার গল্প
ছেলেটা কিন্তু হেব্বি নাদুসনুদুস এমন পাখি আর পাবে না ভেবে দেখ।
তো সেই পাখিটা কে আগে শুনি?
ওমা এক দিচ্ছে নাম শুনতে তারা কিছুক্ষণ পর তার নাম্বার চাইবে তারপর দেখা করতে চাইবে মিট করতে চাইবি।
অপরদিকে বলছো প্রেম করতে চাও না। কিন্তু ভিতরে তো দেখছি সবই চাও কত আগ্রহ। দেখো প্রেম করার জন্য আর আমাদেরকে বলছে প্রেম করে না প্রেম করবে না। উনি তলে তলে ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে আর আমরা বললেই পানি না।
ওই দেখো আমি কি বললাম আমি আমিতো শুধু নামটা জানতে চাইলাম। তুমি এত কত পেয়েছি কোথায় নিয়ে চলে গেছো। আমাকে বলছে ওর সাথে প্রেম করবো আমি কি বলছি যে মিট করব দেখা করব নাম্বার চাইব! তুমি তো সব কিছু বললে। এখন আবার আমার দোষ দিচ্ছ।
তোমাকে দোষ দিচ্ছে না প্রেমের অফার দিচ্ছি।
হাহাহাহা!
হে নীলিমা ওর সাথে ওর মাঝে প্রেম করিয়ে দিব যদি আমাদেরকে ভালো দেখে আইসক্রিম খাওয়ায়।
হ্যাঁ আমি তোর সাথে একমত।
ওই দেখো মনে হচ্ছে তোমরা দুজনে ওই ছেলেটার সাথে প্রেম করবা। দুজনেই একমত করাতে যাচ্ছ। প্রেম করাতে চাও আমার সাথে আর একমত তোমরা।
খালি পকেট আর খালি পেট তোমাকে যা শেখাবে পড়ুন
কোন ছেলেটা রে?
আচ্ছা ছেলে কোনটা নাম বলতো( অন্যরা)
আছে আছে হেবি দেখতে
এতই যখন হেব্বি দেখতে তো নিজেই করে নাও না।
ওর জন্য তো হেব্বি দেখে একজন আছে ওর নতুন করে করতে হবে কেন?
আচ্ছা হয়েছে হয়েছে এবার ছেলেটার নামটা তো বলবে!
ছেলেটার নাম
তখন আজান দিয়ে দিল ডিভোর্সি বউ
ঠিক আছে এটা নিয়ে কালকে কথা হবে। ছেলেটা কে সেটা কালকে বলা হবে। এখন কার জন্য বাই। কালকে এটা নিয়ে কথা হচ্ছে।
চলবে,,,,
আগের পর্ব না দেখে থাকতে এই লিঙ্কে গিয়ে দেখে নিন।
আর পরবর্তী পর্ব এবং প্রতিদিন ভালোবাসার সুন্দর সুন্দর গল্প কথা পড়তে আমাদের bdlovestory.com এ আসবেন।
ধন্যবাদ।
আপনাদের কোন গল্প থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন।
Post a Comment