আমি এখন বিয়ে করব না। আমি আরো পড়তে চাই। আমাকে সময় দাও। প্লিজ। আহহাহাহহহহহহহ
Bangla Romantic Sad Love Story | গল্প ডিভোর্সি বউ
গল্পের নাম ডিভোর্সি
লেখক সোহেল মাহমুদ
পর্ব ১
আমার নাম নীলিমা। ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ি। খুব দুষ্টু ছিলাম। সারাক্ষণ হাসিখুশি। চঞ্চল টাইপের ছিলাম।
পড়ালেখে আর ভাই বোন ভাবী এদের সাথে গল্প করে আড্ডা দিয়ে সময় কাটিয়ে দিতাম। ডিভোর্সি বউ
আমি প্রায় প্রতিদিনই কলেজে যেতাম। পড়াশুনা নিয়ে বিজি ছিলাম। পড়ালেখা নিয়ে আমি বরাবরই আগ্রহী ছিলাম।
একদিন কলেজ থেকে এসে শুনি, একটু পর আমাকে দেখতে আসবে। ছেলে দেখতে শুনতে ভাল। বিদেশ থেকে এসেছে। তবে এখন আর বিদেশ যাবে না। দেশে কাপড়ের ব্যবসা করছে। তাদের পরিবারও ধনী পরিবার। ডাক নাম আছে তাদের।
আমি তখন মার কাছে কান্না জুড়ে দেয়। মা মা এসব কি? আমি এখন বিয়ে করব না। আমি আরো পড়তে চাই। আমি পরে বিয়ে করব। প্লিজ মা আমাকে সময় দাও। এমন করো না। প্লিজ মা। আহাহহহহ
তখন ভাবি বলে আরে পাগলি মেয়ে হলে তো লোকে দেখতে আসবেই। বিয়ের জন্য আসবেই। আর তাছাড়া দেখলেই কি বিয়ে হয়ে যায় নাকি।
কিছুক্ষণ পর ছেলে পক্ষ দেখতে আসে। ভাবি ছেলেকে দেখে বলে লিমা লিমা দেখ ছেলে দেখতে সুন্দর আছে রে। আমি চুপ হয়ে থাকি।
পরে আমাকে তাদের সামনে নিয়ে বসাল। এ তো সত্যিই সুন্দর।
তারা আমাকে দেখে পছন্দ করে। তার মা এবং ভাইয়ের নাকি আমাকে পছন্দ হয়েছে।
তার মা ভাই বলে আপনারা রাজি থাকলে এই সপ্তাহে বিয়ে।
ওরা যাবার পর.... Bangla Romantic Sad Love Story
আমি বলছি আমি এখন বিয়ে করব না। কেউ কি আমার কথা শুনবে না। আমার কথা কোন দাম নেয়।
ডরাম(দরজা বন্ধ হল)
ঐ এই সময়ে দরজা বন্ধ করলি কেন( মা)?
আমি কোন কথা না বলে রাগ করে শুয়ে আছি। কোন কথা বলছি না।
একটু পর আমার দুষ্টু ছোট আদরেে ভাই দরজা ধাক্কা দিচ্ছে। আপু দরজা খোল। আমি ভিতরে ঢুকব।
কেন?
তোর সাথে শুব। খোল না। আপু খোল।
না খুলব না। তুই এখন যাবি নাকি মার খাবি?
আমার খেলনা তোর রুমে। আমি খেলব। তুই দরজা খোল। না হলে দরজা ভেঙ্গে ফেলব। ডিভোর্সি বউ
ঐ বাদর তোর বয়স ৬। আর তুই ভাঙ্গবি দরজা। তুই এখন এখান থেকে যা। না হলে মার খেয়ে বর্তা হবি।
আপু দরজা খোল। খোল আপু।
না খুলব না যা তুই
আপু খোল এহেহেহেহে
উফ যন্ত্রণা সব আমার কাছে। এই নে তোর খেলনাপাতি। এবার এখান থেকে যা। না থাপ্পড় খাবি।
দরজা খুলে ভাইকে খেলনা দিতে যাব। তখনি মা আমাকে ঠেলে রুমে ঢুকল। Bangla Sad Love Story
এই তোর কি হইছে? ছেলে দেখতে শুনতে ভাল। বড়লেক পরিবার। চেহারা সুন্দর। দেখতে তো ভালোই লাগছে। তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়?
এতই যখন ভাল। তখন ঐ কাউকে এনে দাও না। আমাকে নিয়ে কেন টানাটানি করছো। যাও কাউকে খুঁজে দাও।
চুপ, বেয়াদব মেয়ে।
বল বল। যত খুশি বল। যত খুশি ধমক দাও। তবে আমি বিয়ে করছি না। বেস
তুই করবি তো তোর বাপও করবে।
তো বসে আছো কেন? যাও বাপকে করিয়ে দাও না। মানা করছে কে? অনুষ্ঠান হবে। ঘরে দুটো মা হবে। আদর যত্ন ভালোই পাব।
কি!
কি শয়তান রে! নির্লজ্জ কোথাকার। নিজের বাপকে বিয়ে করাতে চায়। তাও আপন মা বেঁচে থাকতে। কেমন মেয়েরে তুই। তুই তো দেখছি ঘরের শত্রু বিভীষণ।
ও আমি ঘরের শত্রু বিভীষণ। আর তুমি কি!
তুমিও তো আমাকে ঘর থেকে বের করতে চাচ্ছো। আমি বলছি আমি এখন বিয়ে করব না। আমি আরো অনেক পড়তে চাই। সেটা তো কানে নিচ্ছো না। Sad Love Story
কানে নিয়ে কি করব। এমন পাত্র কি সব সময় পাব নাকি। আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি।
মা তুমি এখন আমার রুম থেকে যাও। না হলে আমি কি করব জানি না। যাও তুমি।
যাচ্ছি তবে মাইয়া শুন ঢং করার দরকার নেয়।
মা যেতেই দরজা বন্ধ করে দিয়ে বালিশ নিয়ে উপুর হয়ে বালিশ ভিজাচ্ছি। আমি মেয়ে বলে কি আমার কথার দাম নেয়। আমি কি পড়তে পারব না মেয়ে বলে। মেয়ে বলে কি আমাকে বিয়ে নিয়ে যুদ্ধ করতে হবে। এসব বলে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়ছি খেয়াল করি নাই।
হঠাৎ মা ভাইয়ের ডাকে চোখ খুললাম..
এই নীলিমা কি হলো তোর কি ঘুমাচ্ছিস নাকি? কয়টা বাজে খবর আছে তোর? ভাত খাবি না নাকি ভাত খেয়ে যা।
না আমি খাব না তোমাদের ভাত তোমরাই খাও। আমি যাতে না খেতে পারি সেজন্যই তো এমন করছো। Bangla Love Story
বেশি কথা বলিস তুই। তোকে ভাত খেতে বলছে ভাত খেতে আয়।
আমি খাব না খাব না খাব না। যাব তো যাও
মা এভাবে কিছুক্ষণ ধাক্কাধাক্কির পর চলে গেল।
সকালবেলা...
নীলিমা দরজা খোল তো।
কে?
ভাবি আর কি কে আবার!
তোর কী হয়েছে বলতো?
এমন করিস কেন? মেয়েদেরকে কে দেখতে আসে না কেউ নাকি মেয়েদের বিয়ে হয় না? তোকে কি কেউ কোনদিন দেখতে আসবে না? তোর কি কখনো বিয়ে হবে না? এভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস কেন?
দরজা খোল
খোল দরজা। bd love story
দরজা খোলার পর ভাবী অনেক ভাবে বোঝাল। আরে পাগল কাঁদছিস কেন। আরে একজায়গা নাতো এই জায়গা দিয়ে তো বিয়ে দিতে হবে। ছেলেটা ভালো। তাদের পরিবারের ধনী পরিবার। ছেলে ব্যবসা করে। এরকম ছেলেকে আর সব সময় পাওয়া যাবে!
আমাদেরকেও দেখতে আসছে কই আমরা তো এমন করিনি। এমন করিস না পাগল।
বিয়ে হোক দেখবি সব ঠিক হয়ে যাবে।
যা খেয়ে নে।
ভাবি আমি কিছু খাব না। আমার ইচ্ছে করছে না।
প্লিজ ভাবি আমাকে বিরক্ত করোনা। আমার ইচ্ছে করছে না। আমি একা থাকতে চাই।
ভাবি চলে যাওয়ার পর আবার আমি দরজা বন্ধ করে দেই। দরজা বন্ধ করে একাই কাঁদতে থাকে।
এভাবে একের পর মা, ভাই, ভাবি আর কাজিনরা আমাকে বুঝাতে আসে। অনেক ভাবে বুঝায়। অনেক কথা বলে। কিন্তু কারো কথায় আমার মন বোঝেনা। আমি কারো কথা শুনতে পাচ্ছি না। কারো কথাই রাজি হতে পারছি না।
এভাবে তিন দিন! গল্প ডিভোর্সি বউ
আমি কারো সাথে কথা না বলে কোথাও বের না হয়ে। কোন কিছু না খেয়ে একা একা রুমে থাকি এবং কাঁদি। ডিভোর্সি বউ
তিন দিন আমি খাওয়া-দাওয়া অফ করে দিয়েছি। তিন দিন না খেয়ে আমার অবস্থা খুব খারাপ। কাঁদতেও পারছিনা এখন। উঠে দাড়াতে কষ্ট হয়। শরীর কাঁপছে।
তিন দিন পর আমার রুমে বাবার প্রবেশ!!!
চলবে......
পরের পর্ব দেখতে চোখ রাখুন bdlovestory.com এ।
এটি প্রথম পর্ব।
প্রথম পর্বটি কেমন হলো জানাবেন।
খুব শীগ্রই পরের পর্ব দেয়া হবে।
Post a Comment