আপন জনদের হারানোর কষ্ট। কিছু কষ্টের কথা। ভালবাসার কিছু কথা। bangla love story
আপনজনকে হারানোর কষ্ট একমাত্র সেই বুঝে যে হারিয়েছে। তুমি যদি কখনো তোমার আপন কাউকে না হারাও তাহলে তুমি বুঝতে পারবে না। আপন হারানোর কষ্ট টা কত মারাত্মক কতোটা ভয়াবহ কতোটা নির্ভীক কতটা হতাশাপূর্ণ কতটা তোমাকে মানসিক প্রেসার দিবে, কতটা তোমাকে হতাশাগ্রস্ত করে দিবে। কতটা তোমার জীবন চালাতে বাধা হয়ে দাঁড়াবে। তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিবে। শুধু মুখে ঠেলে দেওয়া না মৃত্যু পর্যন্ত নিয়ে আসতে পারে। কিছু গল্প কথা
তোমার প্রিয় আপন মানুষকে হারানোর কথাগুলো শুনে আশ্চর্য! আশ্চর্য হবার কিছু নেই এটাই স্বাভাবিক হতে পারে। কিন্তু রিয়েল কারো কারো প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার কারণ সে নিজেই হারিয়ে গেছে। জীবন থেকে তুমি খোঁজ নিয়ে দেখো হাজারও উদাহরণ। প্রিয় মানুষ চলে গেলে যে শুধু একমাত্র প্রিয় মানুষটি চলে যায় তা না। প্রিয় মানুষের সাথে সাথে তোমার অনেক কিছু চলে যেতে পারে। তুমি নিজেকে নিজে হারিয়ে ফেলতে পারো। নিজের অনুভূতি তোমার কষ্ট বেদনা তোমার জীবন চলা স্বাভাবিক জীবন চলা সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। bangla love story
প্রিয় মানুষকে হারানোর কষ্ট কত খানি কষ্ট যদি কখনও কাউকে না হারাও তুমি আমার কথাগুলো বুঝতে পারবে না। তোমার কাছে শুধুই লেখা মনে হবে। যদি কখনো মানুষকে হারাও তাহলে আমার লেখাগুলো সাথে মিলিয়ে নিও দেখতে পাবে প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা কেমন করে। মানুষকে হারানোর যন্ত্রণা অনেক কঠিন যা তোমার বুকে চাপা দিয়ে দেয়। প্রিয় মানুষকে হারানোর জন্য অনেকেই আত্মহত্যা পর্যন্ত করে ফেলো। নিশ্চয়ই লোক জীবনের মায়া করে কিন্তু সেই মায়া ত্যাগ করে আমরা যখন প্রিয় মানুষটা জন্য আত্মহত্যা করি তখন সেখানে কি ব্যাপার কিছু বুঝতে পারছো! bd love story
প্রিয় মানুষটা যখন হয় তখন আমাদের ভাল থাকার কারণ। আমাদের জীবন প্রবাহ এক রকম হতে থাকে। সৌন্দর্যময় জীবন আমরা দিয়ে থাকি। তার সাথে কথা বলা তার সাথে সময় কাটানো। প্রিয় মানুষ কি শুধু প্রেমিক প্রেমিকা হতে পারে না। তোমার বাবা-মা যদি চলে যায় তখন তোমার কাছে কি লাগবে তোমার মরার মত অবস্থা হয়ে যাবে! তোমার বাবা দুনিয়া থেকে যাক তোমার মাথার উপর ছায়াটা চলে যাবে। তাই না। প্রিয় মানুষ হারানোর আগে তোমার লাইফটা একরকম থাকে। যখন তুমি তোমার প্রিয় মানুষটাকে, মানুষগুলোকে হারাও তখন তোমার লাইফটা অন্যরকম হয়ে যায়। তোমার চলাফেরা খাওয়া দাওয়া চেঞ্জ হয়ে যায়। ভালবাসার কষ্ট
তুমি অনেক সময় থাকে প্রিয় মানুষটার জন্য কান্না হয়। মানুষের জন্য না খেয়ে থাকো। প্রিয় মানুষটি কে হতে পারে আপনজন। আমরা যখন প্রিয় মানুষ বলি তখন সবাই আমরা প্রেমিকা এরকম টাইপের বুঝায়। বাট বাবা-মা-ভাই-বোনও প্রিয়। আপন মানুষ হারানোর কষ্ট একমাত্র সেই ব্যক্তিটি বুঝবে যে কখনো তার প্রিয় মানুষটি হারিয়ে গেছে। ভালবাসার গল্প কথা
প্রিয় মানুষটিকে তুমিও যদি কখনো কাউকে মিস করে থাকো প্রিয় মানুষকে হারিয়ে থাকো আপনজন থেকে হারিয়ে থাকো তাহলে আমার লেখাটা কেমন লাগছে সেটা জানাতে ভুলবেনা। এবং সাথে সাথে তোমাদের প্রিয় মানুষদের কাছে আমার লেখাটা পাঠিয়ে দাও। তারাও তাদের অনুভূতি গুলো প্রকাশ করতে পারে।
ধন্যবাদ সবাইকে
Post a Comment