বিনা অভিজ্ঞ্যতায় ফিল্ড অফিসারে নিয়োগ দিচ্ছে UDPS-NGO কোম্পানি লিমিটেড , পদ সংখ্যা ১০০ জন ।

 

ফিল্ড অফিসার

পদ সংখ্যা - ১০০ জন

কাজের প্রসঙ্গঃ 

উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা যার মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ নম্বরঃ ০৮৫ । পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমে উত্তর বঙ্গের সকল জেলা ও ঢাকা-চট্টগ্রাম বিভাগের শাখা সমূহের জন্য জরুরী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে।


কাজের দায়িত্ত সুমহঃ

এন/এ

কাজের সময়ঃ ফুল-টাইম,


চাকুরীর স্থানঃ 

চট্টগ্রাম-ঢাকা, দিনাজপুর, রংপুর, বগুড়া রাজশাহী । 


শিক্ষাগত প্রয়োজনীয়তাঃ

যেকোন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে নুন্যতম স্নাতোক/সমমান 


কাজের অভিজ্ঞতাঃ

কাজের কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই। 

অতিরিক্ত যোগ্যতা আবশ্যকঃ

১। বয়স সর্বোচ্চ ৩২ বছর

২।  ছেলে মেয়ে  উভয়ই করতে পারবে ।

৩। কম্পিউটারের অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে ভালো ধারোনা থাকতে হবে ( MS Word, MS Exel,

Power point ETC)

৪। ভাল ব্যক্তিক, বিশ্লেষণাত্মক ও যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান, নেতৃত্বের দক্ষতার পাশাপাশি

সাংগঠনিক দক্ষতা থাকতে হবে।

৫। চাকরিতে যোগদানের সময় মোট বেতনের সমপরিমাণ জামানত প্রদান করতে হবে ফেরত যোগ্য 


মাসিক বেতনঃ শিক্ষানবিশকাল এ 15000 টাকা 


ক্ষতিপূরণ ও অন্যান্য সুযোগ-সুবিধাঃ

১। প্রভিডেন্ট ফান্ড

২। উৎসব বোনাস 2

উপরে বর্ণিত বেতনের সাথে ঢাকা বিভাগের জন্য ১,০০০ টাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য ২,০০০ টাকা আরও অতিরিক্ত নগর ভাতা হিসেবে প্রদান করা হবে।

এছাড়াও মোবাইল বিল ও মোটর সাইকেল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, কর্মীদের জন্য ফ্রি একক আবাসন সুবিধা এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

শিক্ষানবীসকাল হবে নূন্যতম ৬ মাস। শিক্ষানবীসকাল শেষে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে



এপ্লাই করার আগে মনোযোগ সহকারে পড়ুন।


চাকুরীতে যোগদানের সময় এক মাসের মোট বেতন এর সমপরিমাণ টাকা জামানত প্রদান করতে হবে 

এপ্লাই এর আগে অবশ্যইআপনার সিভিতে আপনার ছবি যুক্ত থাকতে হবে


 এপ্লাই করার পদ্ধতি

আগ্রহী প্রার্থীগনকে ১৫/১০/২০২১ তারিখের মধ্যে ১ কপি ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত এবং কর্ম অভিজ্ঞতার সকল সার্টিফিকেট অনুলিপি এবং মোবাইল নম্বরসহ আবেদনপত্র নিম্ন ঠিকানায় দাগও কুরিয়ার যোগে প্রেরণ করতে হবে উল্লেখ্য খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে


প্রার্থীদেরকে নিম্ন ঠিকানা বরাবর আবেদেন করতে হবেঃ-

ইউডিপিএস, মানব সম্পদ বিভাগ, প্রধান কার্যালয়।

৫/১০, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ তারিখ- ১৫ অক্টবর ২০২১





চাকরির খবরঃ যে কোন চাকরির খবর জানতে আমাদের সাইট এ ফলো করুন ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url