যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২


যুব
উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে:
বাংলাদেশে পরিবহন খাতে দুর্ঘটনা রােধেকল্পে সুদক্ষ গাড়ীচালক তৈরির মাধ্যমে
দেশের যুবদের জন্য পরিবহণ খাতে কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযােগ
সৃষ্টি করা। এছাড়াও দারিদ্র্য বিমােচনের পাশাপাশি টেকসই জীবিকা নিশ্চিত
করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন “যানবাহন চালনায় প্রশিক্ষণ দেওয়া
হবে।

এই
প্রকল্পের আওতাধীন ৪০টি জেলার মাধ্যমে ৬৪টি জেলার বেকার যুবদের যানবাহন
চালনা বিষয়ে ০১ মাস মেয়াদী অনাবাসিক প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে যুবকদের
প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে
কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের এক/একাধিক প্যানেল করার নিমিত্ত তাঁদের
নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। প্রশিক্ষণ কোর্সের নাম শিক্ষাগত
যােগ্যতা, বয়স, প্রশিক্ষণ ভাতা ইত্যাদির বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো।

  • প্রশিক্ষণ কোর্সের নাম: যানবান চালনা প্রশিক্ষণ
  • শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/সমমান
  • র্কোসের মেয়াদ: ১ মাস
  • কোর্স ফি: কোর্স ফি দরকার নাই।
  • প্রতি কেন্দ্র আসন সংখ্যা: ৪০ টি
  • বয়স: ২০-৩৫ বছর।
  • প্রশিক্ষণ ভাতা: জনপ্রতি ১৫০ টাকা





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url