নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ ২০২১

 

 

নৌবাহিনীতে
কমিশন্ড অফিসার পদে নিয়োগ

 

বাংলাদেশ
নৌবাহিনীতে সরাসরি কমিশন্ডন অফিসার পদে ২০২২ বি ডিইও ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে নৌবাহিনীর মোট ৩ টি শাখায় জনবল নিয়োগ দেয়া হবে।
আগ্রহী পার্থীরা আগামি ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

যেসব
শাখায় নিয়োগঃ

ইঞ্জিনিয়ারিং
ও ইলেকট্রিক্যাল শাখা, সাপ্লাই শাখা ও শিক্ষা লোকবল নিয়োগ দেয়া হবে। এর মধ্য ইঞ্জিনিয়ারিং
ও ইলেকট্রিক্যাল শাখায় শুধু পুরুষ পার্থীরা আবেদন করতে পারবেন। সাপ্লাই ও শিক্ষায় নারী
পুরুষ উভই আবেদন করতে পারবেন। এসব পদে ইতি মধ্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

 

আবেদনের
যোগ্যতাঃ

১।ইঞ্জিনিয়ারিং
ও ইলেকট্রিক্যাল শাখায় আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নোভাল/আর্কিটেকচার/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল
ও ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। পার্থীকে এসএসসি ও এইচএসসি
পরিক্ষায় নুন্যতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে
হবে। পার্থীকে অবিবাহিত হতে হবে । আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২২ তারিখে ২৮ বছর হতে হবে।
এ শাখায় চুরান্ত মনোনয়ন শেষে পার্থীকে কমিশন্ড অফিসার হিসেবে এক্টিং সাব লেফটেন্যান্ট
পদে স্বল্পমেয়াদী বা স্থায়ী কমিশন দেয়া হবে।

 

২।
সাপ্লাই শাখায় আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য/পরিসংখ্যান/অর্থনীতি
বিষয়ে সন্মান বা বিবিএ ড্রিগ্রি থাকতে হবে। পার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায়
বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৫০ এবং স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে
হবে। পার্থীকে অবিবাহিত হতে হবে । আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২২ তারিখে ২৮ বছর হতে হবে।
এ শাখায় চুরান্ত মনোনয়ন শেষে পার্থীকে কমিশন্ড অফিসার হিসেবে এক্টিং সাব লেফটেন্যান্ট
পদে স্বল্পমেয়াদী কমিশনে ৫ বছরের জন্য কমিশন দেয়া হবে। পরবর্তীকালে অফিসারের আবেদন
ও কৃতপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী স্থায়ি নিয়োগ দেয়া হবে।

 

৩।
শিক্ষা শাখায় আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা, ইংরেজি, পদার্থ, গনিত,
রসায়ন, ও মনোবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ, স্নাতকোত্তর থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরিক্ষায়
নুন্যতম জিপিএ ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তর বিষয়ে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত
হতে হবে। বিবাহিত/অবিবাহিত পার্থী গ্রহনযোগ্য আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২২ তারিখে ৩০
বছর হতে হবে। এ শাখায় চুরান্ত মনোনয়ন শেষে পার্থীকে কমিশন্ড অফিসার হিসেবে এক্টিং সাব
লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী কমিশনে ৫ বছরের জন্য কমিশন দেয়া হবে। পরবর্তীকালে অফিসারের
আবেদন ও কৃতপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী স্থায়ি নিয়োগ দেয়া হবে।

 

সব
শাখার জন্য শারীরিক যোগ্যতাঃ

পুরুষের
উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি , ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি , স্প্রসারিত অবস্থায়
৩২ ইঞ্চি, নারীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি,
সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহীনির জন্য নির্ধারিত
স্কেলের চেয়ে ওজন বেশি হলে অযোগ্য বিবেচিত হবে।

 

বাছাই
প্রক্রিয়াঃ

প্রাথমিক
স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার আগামী ১৫ থেকে ১৮ নভেম্বর বিএন কলেজ ঢাকা, মিরপুর ১৪
তে অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার পরীক্ষায় নির্বাচিত পার্থীদের
বুদ্ধিমত্তা ( ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা ব্যাতিত) ইংরেজি, সাধারন জ্ঞ্যান,
ও অধ্যয়ন করা বিষয়ে লিখিত পরীক্ষা নেয়া হবে। এর পর স্বাস্থ্য পরীক্ষা ও পরবর্তী ধাপ
সুমহে নির্বাচিত হতে হবে ।

যেভাবে
আবেদনঃ









































আবেদন করতে আগ্রহী পার্থীদের ওয়েসাইটে
অথবা নিচের এপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করুন 




নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ সার্কুলার 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url