নতুন নিয়মে এসআই নয়োগ প্রস্তুতি নেবেন যেভাবে

 

নতুন নিয়মে এসআই নিয়োগ প্রস্তুতি নেবেন
যেভাবে

বাংলাদেশ
পুলিশে এস আই পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে নারী ও পুরুষ উভই আবেদন
করতে পারবেন,উন্নত বাংলাদেশের উপযোগী করে পুলিশকে গড়ে তলার লক্ষ্যে এ বছর নতুন নিয়োমে
এসাআই পদে যোগ্য পার্থী বাছাই করা হবে। পার্থিদের কয়েক ধাপে পরিক্ষা নেয়া হবে।

 

আবেদনের যোগ্যতাঃ 

পুরুষ
পার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি , বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২
ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি । নারী পার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি
। অনুমদিত বিশ্ববিদ্যালয় থেকে নুন্যতম স্নাতক ডিগ্রির এবং কম্পিউটারে দক্ষতা সম্পূর্ণ
হতে হবে।

 

যেভাবে আবেদনঃ

আগ্রহী
পার্থীদের এ লিংকে police.teletalk.com.bd তে প্রবেশ করে আবেদন করতে হবে, অথবা সরাসরি আবেদন করতে নিচে এপ্লাই নাও তে ক্লিক করে আবেদন করুন আবেদন শুরু
হয়েছে ৮ অক্টবর, আবেদন শেষ সময় ৪ নভেম্বর ।

পার্থী বাছায়ের ধাপ গুলো
প্রিলিমিনারি স্ক্রিনিংঃ

আবেদনকারী
পার্থীদের মধ্য থেকে এসএসসি , এইচএসসি, ড্রিগ্রি/স্নাতক/সমমান পরিক্ষার ফলাফল এবং উচ্চতার
উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধী অনুযায়ী প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নিদ্রিস্ট
সংখ্যক যোগ্য পার্থী শারিরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ সহ শারিরিক সক্ষমতা যাচাই পরীক্ষার
জন্য নির্বাচন করা হবে।

 

শারিরিক মাপ ও সহনশীলতা
পরীক্ষাঃ

ওয়েববেজ
প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাই করা পার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ, সময় ও স্থানে
শারিরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারিরিক সহনশীলতা পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ
ধাপের পার্থীকে সাতটি ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। ইভেন্টগুলো হলঃ দৌড়, লং জাম্প, হাই
জাম্প, পুশ আপ, সিট আপ, ড্রাগিং ও রোপ ক্লাইমিং।

 

এ ক্ষেত্রে শারিরীক সক্ষমতা
যাচাই পরীক্ষাকে তিন দিনে ভাগ করে নেয়া হয়েছেঃ

প্রথম দিনঃ

১। সব কাগজপত্র নিয়ে পার্থীরা পরীক্ষা
ভেন্যুতে উপস্থিত থাকবেন, ভেন্যুতে উপস্থিত হওয়ার পর একটি নিদ্রিস্ট স্কেল দিয়ে তাদের
উচ্চতা মেপে পরীক্ষার মূল ভেন্যুতে প্রবেশ করানো হবে।

২। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা অনুজানি
পার্থীদের উচ্চতা, ওজন, ও পুরুষ পার্থীদের বুকের মাপ পরীক্ষা করা হবে।

৩। পার্থীদের কাগজপত্র জাচাই করা হবে।

৪। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করে
সঠিক পাওয়া গেলে পার্থীদের যোগ্য ঘোষণা করা হবে। এবং পার্থীদের এডমিট কার্ডের কপি শারীরিক
সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহন করার জন্য দেয়া হবে।

৫। প্রথমদিন যোগ্য পার্থীদের
Physical Endurance Test এর সময় জানিয়ে দেয়ার পাশাপাশি  ইনডেমনিটি ঘোষণাপত্রের এক কপি দেয়া হবে। উক্ত ইনডেমনিটি
ঘোষণাপত্রের অভিভাবকদের সাক্ষরসহ দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশগ্রনের পুর্বেই যথাযথ কর্তিপক্ষের
নিকট জমা দিতে হবে।

দ্বিতীয় দিনঃ

শারীরিক
সক্ষমতা যাচাই পরীক্ষার প্রতি ইভেন্টে আলাদাভাবে কৃতকার্জ হতে হবে। কোন পার্থী একটাতে
অংশগ্রহন করে অকৃতকার্জ হলে সে পরবর্তী ধাপে অংশগ্রহন করতে পারবেনা।

প্রথম (দৌড়)ঃ পুরুষ পার্থীদের ১ হাজার ৬০০ মিটার
দূরত্ব ৭ মিনিটে দৌড় দিয়ে অতিক্রম করতে হবে।

দ্বিতীয় (লং জাম্প)ঃ
পুরুষ পার্থীদের কমপক্ষে
১০ ফুট ও নারীদের কমপক্ষে ৬ ফুট দূরত্ব জাম্প দিয়ে অতিক্রম করতে হবে । এ ধাপে জয়ী হতে
সর্বচ্চ্য তিনবার সুযোগ পাবেন।

তৃতীয় (হাই জাম্প)ঃ পুরুষ পার্থীদের কমপক্ষে ৩ দশমিক ৫
ফুট এবং নারী পার্থিদের কমপক্ষে ২ দশমিক ৫ ফুট উচ্চতা জাম্প করে অতিক্রম করতে হবে এ
ধাপেও জয়ী হতে সর্বচ্চ্য ৩ বার সুযোগ পাবেন।

লিখিত পরীক্ষাঃ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় জয়ী
পার্থিদের তিনটি বিষয়ে ২৫০ নম্বরের লিখিত ও মনস্তত্ত পরিক্ষায় অংশগ্রহন করতে হবে। ইংরেজি,
বাংলা রচনা, ও কপমজিশন বিষয়ে ১০০ নম্বর, সাধারন জ্ঞ্যান ও গনিত বিশয়ে ১০০ নম্বর, এবং
মনস্তত্ত বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে।

কম্পিউটার ও দক্ষতা পরীক্ষাঃ লিখিত পরীক্ষায় জয়ী পার্থীদের নির্ধারিত
স্থান, তারিখ সময়সুচি, অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরিক্ষায় অংশগ্রহন করতে হবে, এ পরীক্ষায়
মাইক্রসফট অফিস, ওয়েব ব্রাউজিং, এবং ট্রাবলসুটিং পরীক্ষায় জয়ী হতে হবে।

বুদ্ধিমত্তা ও নৌখিক
পরীক্ষাঃ
এ ধাপে পার্থীদের
৫০ নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করতে হবে । লিখিত ও মনস্তত্তাসহ
বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগবিধি মোতাবেক জয়ী পার্থীদের
ফলাফল প্রকাশ করা হবে।

স্বাস্থ্য পরীক্ষাঃ উপরের সকল পরিক্ষায় জয়ী পার্থীদের
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকায় নির্ধারিত তারিখ, ও সময়ে স্বাস্থ্য পরিক্ষায় অংশগ্রহন
করতে হবে।





























































পুলিশ ভেরিফিকেশনঃ সাস্থ্য পরীক্ষায় অংশগ্রহনের
সময় পুরনকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করতে হবে, পুলিশ ভেরিফিকেশনে কোন পার্থী সন্তোসজনক
বিবেচিত হলেই কেবল প্রশিক্ষনের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে।


সরাসরি এপ্লাই করতে নিচে এপ্লাই নাও বাটনে ক্লিক করুন




or 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url